ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কালো পতাকা মিছিলে পুলিশের বাধা । ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে ইসলামী ছাত্র শিবিরের মহানগর পশ্চিম এর কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দেয়। মিছিলটি নাইটেঙ্গেল মোড় থেকে পল্টনের বিএনপি পার্টি অফিসের সামনে যেতে চাইলে পুলিশ তাদেরকে লক্ষ করে ধাওয়া করে ব্যানার ছিনিয়ে নেয়। তবে বিএনপির মিছিলে এখনো বাধা দেয়ার কোনো খবর পাওয়া যায়নি।