[ads1]সন্ত্রাস-জঙ্গি দমন কমিটিতে বিএনপি-জামায়াতের কেউ যেন প্রবেশ করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ সোমবার সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের বর্ধিত সাধারণ সভায় হানিফ এ আহ্বান জানান।
হানিফ বলেন, এ সপ্তাহের মধ্যে দেশের সব পাড়ায় পাড়ায় এ কমিটি গঠন করতে হবে। সর্বজনীন এই কমিটিতে বিএনপি-জামায়াতের চক্রান্তকারীরা প্রবেশ করে কমিটির সব কর্মকাণ্ড ফাঁস করে দিতে পারে, এ আশঙ্কায় নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।
হানিফ আরো বলেন, দেশের সব সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে আন্তর্জাতিক কোনো সংগঠনের সম্পর্ক নেই। সব হামলা ও হত্যাকাণ্ডের পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন রয়েছে বলে অভিযোগও করেন আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।[ads2]