আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি কীসের জন্য কর্মসূচি দিয়েছে? গণতন্ত্র হত্যা দিবস পালন করতে? তারা বলে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আসলে তারাই তো জনগণের ভোটাধিকার হরণ করার জন্য ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে, নাশকতা চালিয়েছে।
রোববার (৩ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচন বর্জন সবার গণতান্ত্রিক অধিকার। কিন্তু নির্বাচন প্রতিহত করা, জ্বালাও-পোড়াও-মানুষ হত্যা করার অধিকার বিএনপির নেই। তাদের উচিত ৫ জানুয়ারি ‘অনুতপ্ত দিবস’ পালন করা।
সমাবেশ প্রসঙ্গে হানিফ বলেন, শুনেছি সোহরাওয়ার্দী উদ্যানে ওইদিন কাউকে সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি। যদি তা না দেয় তবে আমরা কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবো।