আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি বক্তৃতায় বলে দিলেন ওই নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার যায় নাই। এইখানে নাকি পুলিশ ছিল আর কুকুর ছিল। উনি মানুষকে কুকুর হিসেবে দেখলেন, ভোটারদের কুকুর হিসেবে দেখলেন। আর যাঁরা ওখানে তথ্য সংগ্রহ করতে গেলেন, ওনার দৃষ্টিতে সবাইকে কুকুরই দেখছেন।
তিনি আরও বলেন, এই যে ৪৩ ভাগ মানুষ যে ভোট দিল তারা কি সবাই কুকুর? এই আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা আর ভোটারদের কুকুর বলা-এটার জন্য জাতির কাছে জবাবদিহি করতে হবে খালেদা জিয়াকে।