লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার থেকে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নিজেদের কার্যালয়ে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভোরে মান্দারী বাজারস্থ জামায়াতের কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১৩ জন নেতাকর্মীকে আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর নাজমুল ইসলাম (৪০), জামায়াত নেতা আবদুল হাকিম (৫০), কাজী হুমায়ুন কবির (৬২), কবির আহম্মদ খান (৪৮), মো. মোস্তফা (৪৪), হেদায়েত উল্যাহ (৫৫), ইসমাইল (৫৪), আব্দুল হাই (৫০), মাছুম বিল্লাহ (৩০), মো. সাইফুদ্দিন (৪৫), বাহার উদ্দিন (৩৮), হেলালুর রহমান (৪০) ও আবু তাহের (৩৩)। এদের মধ্যে ১১ জনের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় ও দু’জনের বাড়ি চাঁদপুর এবং নোয়াখালী। এর মধ্যে ৬টি ইউনিয়ন জামায়াতের সভাপতি, ১ জন সেক্রেটারী ও ১ জন রোকন সদস্য রয়েছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানান, নাশকতার ছক আঁকতে ঘটনাস্থলে জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Next Post