জামায়াত সোনার বাংলার বাধা

0

Land-Ministerপাবনা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘জামায়াতে ইসলামের জনবিমুখ কর্মসূচির কারণে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাধাগ্রস্ত হচ্ছে।’

এ সময় তিনি নারী-পুরুষ, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান মিলে একটি সম্প্রীতির দেশ ও সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রোববার পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ হল রুমে দুস্থদের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় রাজাকার, আল-বদর, আল-শামস এদেশে মানুষ হত্যা, ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে মানুষের মনে অশান্তি সৃষ্টি করেছিল। তাদেরই দোসর জামায়াতে ইসলাম এখন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, যানবাহন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে।’

শামসুর রহমান শরীফ বলেন, ‘হরতাল অবরোধে কৃষকদের উৎপাদিত ফসল বিক্রি ও বিপননে অসুবিধা হচ্ছে। ৪৪ বছর ধরে তাদের নৃশংস নারকীয় তাণ্ডবের কারণে এদেশ শতভাগ সোনার বাংলা হতে পারেনি।’

তিনি বলেন, ‘এদেশের মানুষের ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরা, শিক্ষার অভাব থাকলে কখনও সোনার বাংলা হতে পারবে না। জামায়াত ইসলাম, রাজাকার, আল-বদর, আল-শামসের দোসররা এদেশকে সোনার বাংলা করতে দেবে না।’

মন্ত্রী বলেন, ‘এদেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির অস্তিত্ব থাকুক তা সাধারণ জনগণ কখনও চায় না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমস্ত হীন চক্রাস্তকারীদের নির্মূল করতেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন।

এ সময় তিনি উপজেলার ছয় বছর বয়সের সব ছেলে-মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

পরে মন্ত্রী উপজেলার ৩৮টি গরীব ও দুস্থ পরিবারের মাঝে প্রত্যেককে এক ভান ঢেউটিন ও তিন হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুন রাজীবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আওয়ামী লীগ নেতা বশির আহমেদ বকুল, আইডিএস প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টর ময়েন আলী, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদ জিল্লুর রহমান রানা, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More