[ads1]জীপুরের কাশিমপুর কারাগার থেকে শওকত মাহমুদ বুধবার বিকেলে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ বন্দী ছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিক শওকত মাহমুদের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগার-২ এ এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শওকত মাহমুদকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রী ফেরদৌসী মাহমুদ কারাগার ফটকে উপস্থিত ছিলেন।[ads1]
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, শওকত মাহমুদের জামিনের কাগজ পত্র যাচাই বাছাই করে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
শওকত মাহমুদকে গত বছরের ১৮ আগস্ট রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁকে রাজধানীর ইস্কাটনে গাড়ি পোড়ানোর অভিযোগে রমনা থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।[ads2]