জিতলেও বিএনপি প্রার্থীরা মেয়র হতে পারতেন না’

0

SAMSUNG CAMERA PICTURES

বিএনপি সমর্থকরা ভোট দিলেও তাদের পৌরসভা নির্বাচনে মেয়র হতে দেওয়া হতো না বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঞা। রোববার মাটিরাঙ্গা উপজেলা যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা চিরস্থায়ী করার অপচেষ্টা করছে। পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থকরা যদি ভোট দিত তা হলেও বিএনপির প্রার্থীদের মেয়র হতে দেওয়া হতো না।’

যুবদলসহ সকল অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কর্মী সভা ও সমন্বয় সভার বিকল্প নেই দাবী করে তিনি আরো বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমে তৎপর হতে হবে। দেশের জনগণের ভোটাধিকার খর্ব করে একটি অগণতান্ত্রিক রাষ্ট্রে রূপ দেয়ার অপচেষ্টার ফল সময় হলে জনগণই বুঝিয়ে দেবে।

কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, পৌর যুবদলের সভাপতি মো. ইব্রাহীম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More