‘জোট ভাঙার জন্য খালেদা দোষী’

0

inu-kustiaতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের ভাঙন দেখা দিয়েছে। এর জন্য সরকার নয়, বেগম জিয়া নিজেই দোষী।’

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৪৪তম রোববার দুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায়বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা করা মানে বাংলাদেশের ইতিহাসকে খাটো করে দেখা।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালে বাংলাদেশ পুনর্গঠনের ইমাম একজনই। বঙ্গবন্ধুর পেছনের সারিতে অনেক মোকাব্বের আওয়াজ তুলেছেন। যারা জিয়ার মত মোকাব্বেরদেরকে ইমাম বানানোর চক্রান্ত করছেন তারা সেই মোকাব্বেরদের ভূমিকাকেও খাটো করেন। বাংলাদেশকে অস্বীকার করেন।’

ইতিহাস বিকৃতি ছেড়ে বঙ্গবন্ধুর মহিমাকে স্বীকার করে নেওয়ার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের সঠিক ইতিহাস চর্চা করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বের ব্যর্থতা ও ভুল রাজনীতি জোটের মিত্রদের হতাশ করেছে। মির্জা ফখরুলসহ যারা এটা নিয়ে কান্নাকাটি করছেন তারাও ভুল রাজনীতির স্বীকার।’

বিএনপি নেতাকর্মীরা বেগম জিয়ার পক্ষ ত্যাগ করে গণতন্ত্রের পথে আসবেন বলেও মন্তব্য করেন তিনি।

ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল আলম মালিথার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More