জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। তার নাম রাজিয়া বেগম আসমা (৫৫)। আজ বুধবার মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।