ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ তল্লাশি চালানোর সময় সেখানে আইনজীবীদের উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
রোববার সন্ধ্যায় আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান খন্দকার মাহবুব।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি চালানোর জন্য পুলিশের করা আবেদনটিকে নাটক বলেও মন্তব্য করেছেন তিনি।
খন্দকার মাহবুব আশঙ্কা করছেন, ‘তল্লাশির নামে পুলিশ সেখানে নিষিদ্ধ কোনো বস্তু সঙ্গে নিয়ে গিয়ে নাটক সাজাতে পারে।’