বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘তারেক ভাতিজা আমার, চিকিৎসার জন্য লন্ডন গিয়া পণ্ডিত হইয়া গেছে। টেলিভিশনে সাক্ষাৎকার দিয়া বলে, বঙ্গবন্ধুর সরকার নাকি অবৈধ সরকার। তোমার বাবা জিয়াউর রহমান তো বীর-উত্তম পেয়েছে বঙ্গবন্ধুর সরকারের কাছ থেকে। আমিও বঙ্গবন্ধুর সরকারের কাছ থেকে বীর-উত্তম পেয়েছি। তাহলে বাপ যদি বৈধ না হয় সন্তানও বৈধ হয় না।’ গুম, হত্যা, অপহরণের প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে নারায়ণগঞ্জ ২ নম্বর রেলগেট এলাকায় সৈয়দ আলীর চেম্বারের সামনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।