ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দলকে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসূফ হায়দারের নেতৃত্বে শিক্ষকরা বিএনপির গুলশান কার্যালয়ে অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। কিন্তু পুলিশ তাদের আটকে দেয়। বারবার অনুরোধ করেও তারা ভেতরে যেতে পারেননি।
তবে শিক্ষকদের প্রতিনিধি দলটি এখন গুলশান কার্যাললের সামনে অবস্থান করছেন।
এব্যাপারে ইউসূফ হায়দার বলেন, আমার নেত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ সদস্যরা আমাদের দেখা করতে দেননি।
দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, কাউকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়ার এখতিয়ার আমাদের নেই। তারা অনেক চেষ্টা করেছেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। কিন্তু আমরা তাদের এ সুযোগ দিতে পারিনি।
উল্লেখ্য, শনিবার দিবাগত মধ্য রাত থেকে খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ করে রেখেছেন।