চলমান নাশকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘আমরা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, বিএনপি-জামায়াত জোট তখন দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।’
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অর্জিত সমুদ্র অঞ্চলের মাধ্যমে দেশে আরো অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমুদ্র সম্পদের অন্বেষণ, আহরণ আমাদেরই করতে হবে। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী বাহিনী। এসব ক্ষেত্রে কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুন্দরবন, চট্টগ্রাম ও সমুদ্র এলাকার নিরাপত্তা রক্ষায় এ বাহিনী কাজ করে যাচ্ছে।’
তিনি আরো বলেন, কোস্ট গার্ডকে আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করেছে। এখনো কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিজেরাই বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। পদ্মা সেতুর মতো এত বড় প্রকল্প আমরা নিজেদের অর্থায়নে করছি।’