অনুষ্ঠিত পৌর নির্বাচনকে প্রহসন ও নীল নকশার বলে মন্তব্য করেছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন শেষে বিকেল চারটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, পৌর নির্বাচন নিয়ে আমরা যে আশঙ্কা করেছিলাম সেটিই সত্য প্রমাণিত হয়েছে। কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা ও ব্যাপক তাণ্ডবের মধ্য দিয়ে ক্ষমতাসীনরা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে এভাবেই তারা নির্বাচন করবে। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে তাদের পারাজয় অবশ্যম্ভাবী। মির্জা ফখরুল, ২৩৪টির মধ্যে দুইশ’ পৌরসভায় ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন। যেসব জায়গায় অনিয়ম হয়েছে সেখানে পুননির্বাচনের দাবি জানান তিনি।