৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি আযোজিত সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। সমাবেশে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ সমাবেশে যোগ দিতে দলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই জড়ো হতে থাকেন। দুপুর ২ টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সভাপতিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।