পাইকগাছা (খুলনা): খুলনার জামায়াতের দক্ষিণ জেলা আমির ও কয়রা উপজেলা চেয়ারম্যান মাও. আ খ ম তমিজদ্দীনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাইকগাছা-কয়রা উপজেলায় হরতাল ১৭ আগস্ট রোববারের পরিবর্তে ১৮ আগস্ট সোমবার পালিত হবে।
হরতাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
জামায়াতে ইসলামীর খুলনা দক্ষিণ জেলা সেক্রেটারি মাও. গোলাম সারোয়ার জানান, রোববার হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের শুভজন্মতিথি জন্মাষ্টমি থাকায় ১৭ তারিখের পরিবর্তে সোমবার পাইকগাছা-কয়রায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়রার অন্তাবুনিয়া এলাকা থেকে মাও. অ খ ম তমিজউদ্দীনকে কয়রা থানা পুলিশ রাষ্ট্রদ্রোহী মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করে জেলা-হাজতে প্রেরণ করে।