আজ সকাল থেকে রাজধানীতে সভা-সমাবেস নিষিদ্ধ থাকা সত্যেও আওয়ামীলীগ-ছাত্রলীগের মিছিল দেখা গেছে রাজধানীর কিছু গুরুত্ব পূর্ণ স্থানে। বিএনপি জামায়াতের তেমন কিছু না দেখা গেলেও মানুষ আতঙ্কিত আছে। সকাল ১১.০০ থেকে রাজধানীর কিছু স্থানে মিছিল করার চেষ্টা করেছে জামায়াত শিবির। গতকাল ১৪৪ ধারা ভেঙ্গে রাজধানীতে মিছিল করেছে জামায়াত। আজ সকাল থেকে ১৪৪ ধারা মানেনি সরকার দলিও লোকজনই।
রাজধানীর প্রধান সড়ক গুলো ফাঁকা, গাড়ি চলাচল বন্ধ। দুর্ভোগে আছে মানুষ। পুলিশ দিয়ে মাঠ দখলে রাখার চেষ্টা সরকারের।
রাজধানীতে সরকারের অনুকূলে সকল কিছু থাকলেও রাজধানীর বাহিরে প্রশাসনিক ক্ষমতার কোন পাত্তাই পাচ্ছেনা ২০ দলের কাছে। বিএনপি-জামায়াতের ২০ দল আজ যেকোনো মুল্যে সমাবেশের চেষ্টা করছে।