ঢাকা: আপিল বিভাগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসার’ রায় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বুধবার সালে রায় শেষে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন। খন্দকার মাহবুব বলেন, ‘এই রায় রাজনৈকিক প্রতিহিংসামূলক। আমরা রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করব।’ এ সময় তিনি বলেন, ‘যাবজ্জীবন মানে ২০ বছর। কিন্তু রায়ে অদালত আমৃত্যু কারাদণ্ড দিয়ে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন।’