 ঢাকা: আপিল বিভাগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড রায়ের প্রতিক্রিয়ার সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, রায় নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। সবাইকে এ রায় মেনে নিতে হবে।
ঢাকা: আপিল বিভাগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড রায়ের প্রতিক্রিয়ার সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, রায় নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। সবাইকে এ রায় মেনে নিতে হবে।
তিনি বলেন, সর্বোচ্চ আদালত আপিল বিভাগ এই মামলার সকল তথ্য-উপাত্ত, সাক্ষ্য ও উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেছেন। এরপর তারা রায় দিয়েছেন। সংবিধান অনুযায়ী রায়ের গ্রহণযোগ্যতা আছে।
এদিকে, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী সমন্বয়কারী সানাউল হক বলেন, আপিল বিভাগ যে রায় দিয়েছেন তাতে সমালোচনা বা অন্য কিছু বলার অবকাশ নেই। তবে বলতে গেলে এ রায়ে আমরা সন্তুষ্ট নয়।
 
			