গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগরী, জেলা ও উপজেলায় আওয়ামী লীগ র্যালি ও সভা-সমাবেশ করছে। মহানগরীর ২টি স্পটে ধানমন্ডির রাসেল স্কায়ার ও বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দকে সমাবেশ যোগ দিয়ে গণতন্ত্রের বিজয় দিবসের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
সকাল ১০টার দিকে সমাবেশস্থলে শোভাযাত্রা বের করে বাংলাদেশ আওয়ামী জনতা লীগ। সংগঠনটির সভাপতি ওসমান গনি বেলালের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় তাঁরা বর্তমান সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বেলা ১২টার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। পুলিশ এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।