বিএনপির কাউন্সিলে জামাতকে দাওয়াত দেয়া হচ্ছে এমনি প্রচারণা চালানো হয়েছে সরকারভক্ত মিডিয়াগুলোতে । বিগত কয়েকদিন এ প্রচারনা ছিল সরব ।
জামাতের পক্ষে দলের নির্বাহী সদস্য যোগদান করেন
মাওলানা আব্দুল হালিম/ এছাড়া জোটের অন্য নেতাদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ব্যারিস্টর আন্দালিব রহমান পার্থ, এলডিপির ড. কর্নেল(অব.) অলি আহমেদ ড. রেদওয়ান আহমেদ, শাহদাৎ হোসেন সেলিম, জাগপার শফিউল আলম প্রধান, খন্দকার লুৎফর রহমান, কল্যাণ পার্টির সৈয়দ মুহম্মদ ইব্রাহিম, এম এম আমিনুর রহমান, ন্যাপের জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভূঁইয়া, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মো. ওয়াক্কাস, খেলাফত মজলিশের আহমেদ আব্দুল কাদের ও জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার।