আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশ নয়-বিএনপি ধ্বংসের মুখে চলে গেছে। এই কারণে বিএনপির লোকজন প্রলাপ বকছেন। ‘দেশ চরম হতাশা ও নৈরাজ্যের মধ্য দিয়ে গেছে’ এবং ‘দেশ ধ্বংসের মধ্যে চলে গেছে’- বেগম জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি উপরোক্ত বক্তব্য দেন।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে কুষ্টিয়ার ৫ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হানিফ।
হানিফ বলেন, বর্তমানে দেশ খাদ্যে স্বয়ং-সম্পূর্ণতা অর্জন করেছে। মানুষের মাথাপিছু আয়, বৈদেশিক মূদ্রার রিজার্ভ ও রফতানি বেড়েছে। স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়েছে। এতো উন্নয়ন যদি ধবংস হয় তাহলে আমাদের কিছু বলার নেই।
রাষ্ট্র ক্ষমতায় থাকতে বিএনপি উন্নয়ন করতে পারেনি বলে আজকে জনগণ তাদের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সংবর্ধিত কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমূল ইসলাম ছানা, মিরপুর পৌরসভার মেয়র এনামূল হক, কুমারখালী পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুন ও খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।
জেলার সব উপজেলা থেকে দলের নেতাকর্মীরা এসে অনুষ্ঠানে অংশ নেন।
Prev Post
Next Post