তিনি বলেন, তাদেরকে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে, যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হবে এবং ঘোষণা দিয়ে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। বিএনপি নেত্রীর নির্দেশে পেট্রোল বোমায় যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে।
আজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি প্রসঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন। বক্তব্য রাখেন রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমূখ।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে, ‘ভুল আমাদের হয়েছে, তবে আমরা জয়ী হবো’। যে ব্যক্তি বা যারা ভুল করে তারা আবার জয়ী হয় কিভাবে। ভুল রাজনীতি করলে ভুল হয়।
তিনি বলেন, লন্ডনে বসে বেগম জিয়ার পুত্র তারেক জিয়া যে সিদ্বান্ত নেয়, তা বাস্তবায়ন করেন বেগম খালেদা জিয়া। এখন বিএনপির বোধোদয় হতে শুরু করেছে।
তিনি বলেন, ২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোট সরে গেছে, আরো দল যাবে। এরপর বেগম জিয়ার দলে ভাঙ্গন ধরবে।