তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র। এ নিয়ে তদন্ত চলছে। কয়েকদিন পরেই দেশবাসী দেখতে পারবে কারা এর সঙ্গে জড়িত। শিগগিরই বিদেশি হত্যাকারীদের চিহ্নিত করা হবে’। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় পরানখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পল্লী বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধনকালে এসব বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘যারা মানুষ পোড়ানো, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের বাদ দিয়ে সবাইকে নিয়ে সরকার জাতীয় ঐক্য গঠনে আমরা রাজি আছি।’ কমিউনিস্ট পার্টিসহ বাকি যে গণতান্ত্রিক দল আছে তাদের মহাজোটের নেতৃত্বে জাতীয় ঐক্যে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ও তার দোসর জামায়াতকে এদেশের মাটি এবং রাজনীতি থেকে হটিয়ে না দেয়া পর্যন্ত সন্ত্রাসী-জঙ্গিবাদের মূল উত্তোলন করা সম্ভব নয়।’
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিং রায়, ভেড়ামারা উপজেরা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।