বিরোধী দল দমনে আরো উপায় খুঁজছে সরকার: ফখরুল

0

farhrul111উপজেলা নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে নির্বাচন কমিশন ব্যর্থ বলে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিরোধী জোটের প্রার্থীরা মামলা-হামলার ভয়ে প্রচারণা করতে পারছেন না। তাদের ধরে ক্রসফায়ার দেয়া হচ্ছে।’

মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন মির্জা ফখরুল।

তিনি জানান, ‘জাতীয় নির্বাচনের মতো যদি স্থানীয় সরকার নির্বাচনেও সরকার প্রভাব বিস্তার করে তাহলে জনগণ তার সমুচিত জবাব দেবে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিরোধী দলের প্রার্থীর সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা ভোটের প্রচারণা চালাতে পারছেন না। তারপরও সুষ্ঠু নির্বাচন হলে ১৯-দলীয় জোট সমর্থিত প্রার্থীরাই উপজেলা পরিষদে জয়লাভ করবে।’

তিনি মন্ত্রিসভায় দ্রুত বিচার আইন আরো ৫ বছর বৃদ্ধির অনুমোদনের কড়া সমালোচনা করেন। বলেন, ‘বিরোধী দল দমনে সরকার আরো বিভিন্ন উপায় খুঁজছে। এটি তার অন্যতম।’

মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচার সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। আমরা জনগণের মুক্তির জন্য শপথ নিয়েছি। এদের পতন হবেই।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More