ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেছেন,ভিন্নমত স্তব্ধ করে দিতেই সরকার রাষ্ট্রীয় প্রশাসন দিয়ে অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে। আজ দেশ সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। অপহরণ গুম খুন নির্যাতনের মধ্যদিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। গুম-খুন নীরবে সহ্য না এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সকাল ১১টায় নয়া পল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন তিনি।
ফখরুল বলেন, ‘আজকের এ মানববন্ধন প্রমাণ করেছে দেশের জনগণ গুম খুন অপহরণ সহ্য করবে না। তারা যেকোনো মূল্যে গণতন্ত্র রক্ষা করবে এবং ফিরিয়ে আনবে।’ ফখরুল বলেন, ‘৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসে নয়াপল্টনে ২০ দলীয় জোট মানববন্ধন করতে চাইলেও প্রশাশন অনুমতি দেয়নি।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, নীরবে হত্যা গুম খুন দেখার সময় নেই। তাই এখন সোচ্চার হতে হবে। অত্যাচার, নিপীড়ন, গুম, খুন ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষ অবশ্যই এই অধিকারকে ফিরিয়ে আনবে।’ তিনি বলেন, ‘এ অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। এজন্য আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে।’