বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হককে কুলাঙ্গার আখ্যায়িত করে তদের মন্ত্রিসভা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি পাপ অনেক করেছেন, এই দুই কুলাঙ্গারকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে কিছুটা হলেও নিজের সম্মান রক্ষা করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সাহস থাকলে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এবং একটি আসনে বেগম জিয়া নয়, তার ছেলে তারেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন। যদি আপনার জামানত থাকে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।
আ. ক. ম মোজাম্মেল হককে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনার তো লেহেজ নেই। খালেদা জিয়া সম্পর্কে অনেক বাজে কথা বলেছেন। এখন আবার প্রধান বিচারপতিকে নিয়ে বাজে কথা বলা শুরু করেছেন। কথা হিসাব করে বলবেন। তা না হলে মন্ত্রীত্ব থেকে টেনে হেঁচড়ে নামানো হবে।
কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, লাখ লাখ মানুষ এ কাউন্সিলে আসবে। কিন্তু কাউন্সিলের জন্য যে জায়গা দেয়া হয়েছে তা যতেষ্ট নয়। সোহরাওয়ার্দী উদ্যান কারো বাবার সম্পত্তি নয়। কেন এ জায়গা আমাদের দেয়া হল না।
সংগঠনের সভাপিত শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।
Prev Post
Next Post