ঢাকা: রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫০ ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান চলে।
কল্যাণপুর, কাফরুল ও সেনপাড়া পর্বতা থেকে ৮০ জনেরও বেশি ও পল্লবী থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, নাশকতা ও সহিংসতার অভিযোগে তাদের আটক করা হয়েছে।
গত বুধবার রাত ১২টা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে যৌথবাহিনী। যৌথবাহিনীর এ অভিযানে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে আটক করা হয়। যৌথবাহিনীর এ অভিযানে পোশাকধারী পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নিচ্ছেন।