মোহাম্মদপুরের তাজমহল রোড সংলগ্ন সলিমুল্লাহ রোডে ৫টি কক্টেল বিস্ফোরণ। আতংকিত এলাকাবাসি। দুপুর ঠিক ১টার সময়ে সলিমুল্লাহ রোড থেকে জামায়াতের একটি মিছিল শেষ হতেই কক্টেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। পুলিশ পর্যাপ্ত থাকলেও তারা কোন বাঁধা দেয়নি। মিছিলে প্রায় ২ শতাধিক লোক ছিল।
মহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পার্শ্ববর্তী সকল এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। সকল দোকান পাঠ বন্ধ করেদেয়া হয়েছে।