ঢাকা: রাজধানীর কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে বিএনপির এক নেতার বাসা ৫৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এছাড়া মিরপুরের একটি বাসা থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছোট ভাই মীর নাসির আলীকে আটক করা হয়।
এ সময় কাশেম আলীর ছেলের বাড়ি ও আশপাশের এলাকা থেকে আরো ১৬ জনকে আটক করে যৌথবাহিনী। আটককৃতদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিএমপির এক শীর্ষ কর্মকর্তা জানান, আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে ও নাশকতার অভিযোগ রয়েছে, যারা মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার দিবাগত রাতের এ অভিযানটি ছিল যৌথবাহিনীর দ্বিতীয় দফার অভিযান। এর আগে বুধবার রাতেও একইভাবে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। বুধবার রাতে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হলেও পরে গ্রেপ্তার দেখানো হয় ২৫ জনকে।