এরমধ্যে আওয়ামী লীগের ১১ জন, জাতীয় পার্টির ৬ জন, জাসদের ১ জন ও স্বতন্ত্র ৪ জন রয়েছেন। রাজশাহী-৩ ও ৬ আসনে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজশাহী জেলা নির্বাচন কার্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রার্থীরা হলেন: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের দলীয় টিকেট পেয়ে মনোনয়ন জমা দিয়েছেন জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। এছাড়া জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজশাহী-২ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান। তবে মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান এমপি ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ফজলে হোসেন বাদশাও মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া, এ আসনে মহানগর জাতীয় পার্টির নেতা এমএস জোহা সরকারও মনোনায়নপত্র জমা দিয়েছেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান এমপি মেরাজ উদ্দিন মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়নপ্রাপ্ত আয়েন উদ্দিন, জেলা শাখার যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ নান্নু, ও আলু ব্যবসায়ী আলমগীর কবির ও স্বতন্ত্র আতিকুর রহমান। তবে আওয়ামী লীগ নেতা শিল্পপতি মোহাম্মদ আলী সরকার মনোনয়ন তুললেও জমা দেননি।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, জাতীয় পার্টির নেতা আবু হেনা মোস্তফা কামাল ও স্বতন্ত্র প্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ সেলিম।
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত আবদুল ওয়াদুদ দারা, জাতীয় পার্টির নেতা অধ্যাপক আবুল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত শাহরিয়ার আলম এমপি, জাতীয় পার্টির অ্যাডভোকেট ইকবাল হোসেন, জাসদ (ইনু) নেতা শফিউর রহমান ও আওয়ামী লীগের সাবেক এমপি রায়হানুল হক মনোনায়ন জমা দিয়েছেন।