বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ দিকে বিকাল ৪টায় পৌর নির্বাচনের সার্বিক বিষয়ে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, রাত ৯টায় স্থায়ী কমিটির বৈঠক হবে। দেশের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা করতে চেয়ারপারসন নীতিনির্ধারণী ফোরামের সঙ্গে এই বৈঠক করবেন। বিএনপি সূত্র জানায়, বিকাল ৪টায় দেশের ২৩৪টি পৌরসভা নির্বাচন পরিস্থিতি নিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ব্রিফ করবেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ ব্রিফিং হওয়ার কথা রয়েছে।