[ads1]ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে একটি নিপীড়নমূলক দানবে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘বর্তমান ধ্বংসবাজ সরকার গত কয়েকদিনে পাইকারি হারে গ্রেপ্তার, আর অবিরাম ক্রসফায়ারের মাধ্যমে দেশ ও জনগণে বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। বিদ্যমান আওয়ামী শাসন অন্তর্গত ও বহির্গত উভয় দিক থেকে নির্মম ও নৃশংস। তাই এই শাসন এখন একদলীয় আগ্রাসী দুঃশাসনের অতিকায় দৈত্যে পরিণত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্যের কাছে বন্ধক দিয়ে আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকার গ্যারান্টি আদায়ের ব্যাপারে যেন কেউ কথা না বলে।’আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।রিজভী বলেন, দেশব্যাপী হত্যা, গ্রেপ্তার, পুলিশি নির্যাতনে এক বীভৎস জাঁতাকলে দেশের মানুষকে পিষ্ট করছে শাসক দল। পুলিশের প্রশ্রয়ে বিরোধী দলের সভা, ইফতার পার্টির মতো ধর্মীয় অনুষ্ঠান পণ্ড করে দিচ্ছে তারা বেপরোয়াভাবে। মানুষের কাছ থেকে সহায় সম্পত্তি কেড়ে নিচ্ছে। দেশের লুটপাটের রাজত্ব কায়েম করার পর সরকারী দলের আধিপত্য ক্ষুধা আরও বেশি উগ্ররূপ ধারণ করেছে। এক কারণ জনগণের প্রতি এই ভোটারবিহীন সরকারের দায়বদ্ধতা নেই।[ads2]