বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা উপলক্ষে আয়োজিত এক সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ‘ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রীয়ভাবে শিশু হত্যার প্রচলন করেছেন’ ।
অনুষ্ঠানটির আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ।
সভায় তারানা হালিম বলেন, ‘আওয়ামী লীগ সব সময় সাদা পথে হাটে। দেশের জনগণকে সাদা পথেই অগ্রগতির দিকে নিয়ে যায়। ধূসর পথকে আওয়ামী লীগ কখনো বিশ্বাস করে না।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই নির্মমতা থেকে রেহাই পায়নি শিশু। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল সেদিন ঘাতকদের হাতে নিহত হয়েছে। যে হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলো জিয়াউর রহমান। তিনি সেদিন রাষ্ট্রীয়ভাবে শিশু হত্যাকাণ্ডের প্রচলন করেছেন।’
শিশু ও নারী নির্যাতন বন্ধ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের ফাঁসি দাবি করে তিনি বলেন, ‘ইতোমধ্যে অনেক অপরাধী গ্রেপ্তার হয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে শিশু হত্যাকাণ্ডের প্রচলনের জন্য জিয়াউর রহমানের প্রতি ঘৃণা প্রকাশ করছি।’
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পরিষদের সাধারণ সম্পাদাক আবদুস সালাম মৃধা, সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইয়াদিয়া জামান প্রমুখ।