সাদেক হোসেন খোকার গ্রেপ্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে ৮ ডিসেম্বর রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টা হরতালের কর্মসূচি দিয়েছে ঢাকা মহানগর বিএনপি।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম আহবায়ক আলী আজগর মাতাব্বর স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে ঢাকা মহানগর বিএনপি এ কর্মসূচি জানান।
বিবৃতির মাধ্যমে জানা যায়, শুক্রবার সকাল ১১ টায় ঢাকা মহানগর বিএনপির এক জরুরী সভায় এই কর্মসূচী গ্রহন করা হয়। ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বৃন্দ উপস্থিত ছিলেন।
জরুরি সভায় আবদুস সালাম বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবীতে গড়ে উঠা রাজপথের আন্দোলন সংগ্রামকে দমানোর জন্য আওয়ামী সরকার বিএনপির ত্যাগী নেতাদের গ্রেফতারের অপকৌশল গ্রহণ করেছে, এরই ধারাবাহিকতায় তারা সাদেক সোসেন খোকাকে গ্রেপ্তার করেছেন। বিজয়ের এই মাসে একজন মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে হয়রানী করা বাংলাদেশের সচেতন জনগন সহ্য করবেনা।