ঢাকা: লাজ-লজ্জার বালাই থাকলে পচা গম আমদানির ঘটনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। স্বপদে বহাল থেকে নামমাত্র তদন্ত করায় এটা স্বচ্চ ও নিরপেক্ষ হয়নি দাবি করে রিপন বলেন, ‘গরীব মানুষদের জন্য পচা গম আমদানি করে কামরুল যে কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছেন, এজন্য মন্ত্রিসভা থেকে তাকে বাদ দিলে সরকারের ভাবমূর্তি আরো বাড়বে।’ পচা ও খারাপ গম রিসিভ না করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলের, গরীব মানুষের জন্য এসব গম এনে তাদের সঙ্গে রসিকতা করা হয়েছে। এরা কি মানুষ না- প্রশ্ন রাখেন তিনি। রিপন বলেন, দুর্নীতিবাজ মন্ত্রীকে মন্ত্রিসভায় রাখলে সরকারের ভাবমূর্তি কমে যায়, এটা সরকারের বোঝা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, মির্জা ফখরুলকে পরিচ্ছন্ন, মার্জিত ও সুশিক্ষিত নেতা দাবি করে আসাদুজ্জামান রিপন বলেন, আইন স্বাভাবিক গতিতে চলছে না। রাজনীতিকদের ক্রিমিনাল বানানো হচ্ছে। রাজনীতিকদের খলনায়নক হিসেবে প্রতিষ্ঠা করা সব দলের জন্য খারাপ হবে। মির্জা ফখরুলকে সর্বোচ্চ আদালত থেকে নানা টাল বাহানা করে তাকে আটক রাখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, বিএনপির সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।