[ads1]নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সমালোচিত এমপি সেলিম ওসমানকে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘লজ্জা থাকলে’ জাতীয় পার্টির ওই এমপি সংসদের আগামী অধিবেশনে যোগ দেবেন না। রোববার লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরনের প্রতিবাদ হয়েছে, সেই ভাষা তাদের বোঝা উচিত। তারা নৈতিকভাবে পরাজিত হয়েছেন। তাই ওই এমপির যদি সামান্যতম লজ্জা থাকে, তাহলে তিনি অধিবেশনে যোগ দেবেন না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। এ জন্য ওই এমপির ক্ষমা চাওয়া উচিত। এই ধরণের ঘটনার মাধ্যমে তিনি সকল এমপিকে অপমান করেছেন।
গত ১৩ মে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরিয়ে উঠবস করান প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান।[ads2]
Prev Post
Next Post