ঢাকা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানের কড়া সমালোচনা করে জামায়াতে ইসলামী কার্যত তাকে ‘সরকারের এজেন্ট’ বলে আখ্যায়িত করেছে।
শনিবার দৈনিক প্রথম আলোতে প্রকাশিত মাহবুবুরের এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বিএনপির অন্যতম শরীক জামায়াত এ মন্তব্য করল।
এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, মাহবুবুর রহমান জামায়াতে ইসলামী সম্পর্কে যে ধরনের বিরূপ মন্তব্য করেছেন তা অন্যায়, অযৌক্তিক ও অপ্রত্যাশিত।
জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপি নেতার মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তা ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী এবং জাতীয় স্বার্থ বিরোধী বলেও উল্লেখ করেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘মাহবুবুর রহমানের মনে জামায়াতে ইসলামী সম্পর্কে নানা প্রশ্ন থাকলেও জনগণের মধ্যে কোনো নেতিবাচক ধারণা নেই।’
‘সরকার যদি মনে করে জামায়াত জঙ্গি সংগঠন, তাহলে তাকে বেআইনি করছেন না কেন? আমরা এ ব্যাপারে সমর্থন করতেও পারি’- মর্মে মাহবুবুর রহমান যে মন্তব্য করেছেন তাকে উস্কানিমূলক এবং ২০ দলীয় জোটের ঐক্যের পরিপন্থী বলে মন্তব্য করেন আযাদ।
তিনি বলেন, ২০ দলীয় জোটের শরীক দলের একজন নেতা হয়ে তিনি এ ধরনের স্ববিরোধী মন্তব্য করতে পারেন না।
আযাদ বলেন, ‘সরকারের এজেন্ট হিসেবে যারা ২০ দলীয় জোট ভাঙতে চায় তারাই এ ধরনের আত্মঘাতী বিরূপ মন্তব্য ছুড়ে দিতে পারেন।’
২০ দলীয় জোটে থেকে এ ধরনের ‘জাতীয় স্বার্থ বিরোধী’ মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য জামায়াত নেতা আযাদ বিএনপি নেতা মাহবুবুর রহমানের প্রতি আহ্বান জানান।