ঢাকা: গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আগামী শনিবার রাজধানীতে মৌন মিছিল করার জন্য বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে মিছিলে লাঠি-সোটা ব্যবহার করা যাবে না।শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির এডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ সাইদুর রহমান। তিনি বাংলামেইলকে বলেন, ‘শনিবার রাজধানীতে মৌন মিছিল করার জন্য আবেদন করেছিল বিএনপি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে লাঠি-সোটা ও রড বহনে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে বিএনপিকে রাজধানীতে কালো পতাকা মিছিল করার অনুমতি দেয়া হয়েছে।’
তবে মিছিলের বিষয়ে মৌখিক অনুমতি পেলেও এখনো লিখিত কাগজ পাননি বলে জানান বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শনিবার ২০ দলীয় জোটের কালোপতাকা মিছিলের অনুমতি প্রসঙ্গে রিজভী বাংলামেইলকে বলেন, ‘আগামীকাল ২০ দলীয় জোটের উদ্যোগে শান্তিপূর্ণভাবে কালোপতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। তারা মৌখিক আশ্বাস দিয়েছেন। তবে এখনো লিখিত কোনো অনুমিত আমাদের হাতে আসেনি।’
তিনি আরো বলেন, ‘যেহেতু প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি আশ্বাস দিয়েছেন সেহেতু মিছিল করতে প্রশাসন পক্ষ থেকে খুব তাড়াতাড়ি লিখিত অনুমতি পাওয়া যাবে।’
এদিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী মৌন মিছিল করবে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট। এ মিছিলে কালো পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হবে।