ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুই নেতার মধ্যে টেলিফোনে আলাপ হয়। তবে এখন পর্যন্ত আলাপের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
তবে মানবজমিন পত্রিকা প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীর বরাত দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর ফোন আসে বলে । এর আগে ক্রিকেট বিশ্বকাপে অশংগ্রহণ করায় নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় তার নিজের দেশ ভারত ছাড়াও বাংলাদেশসহ সার্কভূক্ত চারটি দেশের প্রধানমন্ত্রী ও খেলোয়াড়দের সাফল্য কামনা করেন ও অভিনন্দন জানান।
বাংলাদেশে চরম রাজনৈতিক সংকটের মধ্যে দুনেতার এ আলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।