দিনাজপুর: বোচাগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টায় বিএনপি শহরের চৌরাস্তা দলীয় কার্যালয় থেকে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল বের করে। অপরদিকে ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠা বাষির্কী এবং গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে স্কুল রোড থেকে একটি মিছিল চৌরাস্তা দিকে যাওয়ার পথে উভয় দলের মিছিল মুখোমুখি হয়। এ সময় দুপক্ষেই মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। মুহুর্তে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়।
দুপুর দেড়টায় আওয়ামী লীগ পৌর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।
এ ঘটনায় আওয়ামীলীগ-বিএনপি পরস্পরকে দায়ী করেছেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
আর ডি