বিএনপি নেত্রী খালেদা জিয়ার সংলাপের আহ্বান নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুব আলম হানিফ সংলাপের আহ্বান নাকচ করে দিয়ে বলেন। ‘দেশে এখন কোনো সঙ্কট নেই। বরং প্রত্যাশার চেয়ে দেশ এগিয়ে যাচ্ছে। গোটা দেশের মানুষের উপর সরকার আস্থার জায়গা সৃষ্টি করেছে। সঙ্কট আছে খালেদার মনে।’
তিনি বলেন, ‘কার সঙ্গে আমরা সংলাপ করবো? যে নেত্রী একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, তার ব্যক্তিগত খায়েশ মোটানোর জন্য নিরীহ-নিরপরাধ মানুষের উপর পেট্রোল বোমা হামলা চালিয়ে সন্ত্রাস করেছিলেন। আন্দোলনের নামে যে ১৪৭ মানুষকে পুড়িয়ে হত্যা করা হলো, এদের জন্য একবারও দুঃখ প্রকাশ করলেন না। এদের পরিবার ও জাতির কাছে বেগম জিয়া একবারও ক্ষমা চান নাই। খালেদা জিয়া যেকোনো সঙ্কট ও সংলাপের কথা বলার আগে বর্বরাচিতভাবে মানুষ হত্যার দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ।