রাজনীতি নিয়ে সংলাপে বসতে চাইলে বিএনপিকে ‘পাকিস্তানি ধারার রাজনীতি’ ছেড়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিন দিন আগে জনসভায় খালেদা জিয়ার সংলাপের আহ্বানের জবাবে শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় এ শর্ত দেন তিনি।
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বিএনপি নেত্রীর উদ্দেশে বলে, ”সুষ্ঠু ধারার রাজনীতির বিষয়ে সংলাপ হতে পারে। কিন্তু তা করতে হলে আগে পাকিস্তানি ভাবধারার রাজনীতি ছাড়তে হবে; মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাস আনতে হবে।”
তবে নির্বাচন নিয়ে সংলাপ শুধুমাত্র নির্বাচনের কাছাকাছি সময়েই হতে পারে বলে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। ”নির্বাচন নিয়ে সংলাপ করতে চান? সেটা তো নির্বাচন যখন কাছাকাছি আসবে তখন… মানে নির্বাচনের আগে। সংবিধান লঙ্ঘন করে তো কোনো সংলাপ সম্ভব নয়।” রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভা হয়।