দেশে ও বহিঃর্বিশ্বে ইসলামের নামে সন্ত্রাসী তৎপরতা ও বোমাবাজিতে জড়িতরা ইসলাম ও মুসলমানের শত্রু বলে মন্তব্য করেছেন হেফাজতেইসলামী আমির আল্লামা শাহ আহমদ শফী।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি)চট্টগ্রামে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় দারুল উলুম হাটহাজারীতে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন প্রস্তুতিসভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ১৪ ও ১৫ জানুয়ারিতে লালদীঘি ময়দানে ওই মহাসম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
আল্লামা শাহ্ আহমদ শফী বলেন, সমাজ, রাষ্ট্র ও বিশ্বপরিমণ্ডলে বিরাজিত অনাচার, নৈরাজ্য ও নৈতিক অধ:পতনের বিভীষিকা থেকে মুক্তির জন্য সঠিক পন্থায় দীনের দাওয়াত গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে হবে।
মহাসম্মেলন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা শামসুল আলম, মাওলানা মুফতি মুজাফফর আহমদ, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী,মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।
Prev Post