ঢাকা : সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করবেন, কাদের মোল্লার ফাঁসি যে কোন সময় দিয়ে দিতে পারেন। হাসিনা জাতিকে চিরকালের জন্য বিভক্ত করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি লিখে টেলি কমুনিকেশন কোম্পানি বাংলা লিংক থেকে BGD নামক একটি ম্যাসেজ সার্ভিস আইডি থেকে বিভিন্ন নম্বরে ম্যাসেজ পাঠানো হচ্ছে।
ম্যাসেজটি ইংরেজিতে লেখা নিম্নে এটি তুলে দেওয়া হলো: Fashir moncho ready. kader molla might be hanged anytime. this tyrant govt. perhaps realize that they will not last for long. they now want to give last mortal site to leave the country as all her family member. এর পরে আর কিছু লেখা নেই। এই ম্যাসেজ পাওয়ার পর জনমনে প্রশ্ন দেখা দিয়েছে প্রোপাগাণ্ডা মূলক সরকার বিরোধী ম্যাসেজ প্রচারের আগে বাংলালিংক কি বিষয়টি ভেবে দেখেনি অথবা সচেতন ভাবেই প্রচার করছে। এমন ম্যাসেজ দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তাহলে বাংলা লিংক কি প্রকাশ্যে সরকার বিরোধী আচরণে লিপ্ত হচ্ছে?
বিষয়টি সরকারের ক্ষতিয়ে দেখা উচিৎ বলে মনে করে সচেতন মহল।
সূত্রঃ তাজাখবর.কম