বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাদীন ১৪ দল। রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে ১৪ দলের নেতৃবৃন্দ এ শঙ্কা প্রকাশ করেন।
১৪ দল নেতা শেখ ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের জানান, আমরা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে শঙ্কা প্রকাশ করছি। তিনি যদি নির্বাচনী প্রচারণা নামেন তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেটি প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশন সংশ্লিষ্টদের আমরা অবহিত করেছি।
রোববার সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মিলিত হন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। আধাঘণ্টারও বেশি সময় ধরে তারা সেখানে অবস্থান করেন। পরে খালেদা জিয়াকে নিয়ে সাংবাদিকদের এ শঙ্কার কথা জানান তারা।
প্রতিনিধি দলে সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।