সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্থিত্ব থাকবে না: খালেদা জিয়া

0

012বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্থিত্বও থাকবে না। এটা তারা বুঝতে পেরেছে। সে কারণেই ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম তিন সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতা, জোর-জবরদস্তি, অনিয়ম, কারচুপির মাধ্যমে ফলাফল দখল করেছে। শনিবার রাত ৮টায় জাতীয়তাবাদীপন্থি আইনজীবী নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে তারা এ সাক্ষাত করেন। ঢাকা বারের নির্বাচিত কমিটির পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বলেন, এতদিন যারা ৫ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আমাদের সাজেশন দিয়েছিল এখন তারা বুঝতে পারছে। কি কারণে আমরা আওয়ামী লীগের অধীনে ৫ই জানুয়ারির নির্বাচনে যাইনি। কারণ আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। খালেদা জিয়া বলেন, বর্তমানে কেবলমাত্র প্রশাসনের ওপর ভর করে এ সরকার টিকে আছে। আমি যখন সিটি নির্বাচন উপলক্ষে প্রচারণায় বের হয়েছি, তখন জনগনের স্বতঃস্ফূর্ততা দেখেছি। মানুষের সঙ্গে কথা বলে আমি মুগ্ধ হয়েছি। মানুষ দম মেরে বসে আছে, সময় হলে সঠিক জবাব দেবে। খালেদা জিয়া বলেন, বারের নির্বাচনগুলোতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আসন্ন বার কাউন্সিল নির্বাচনেও আমাদের প্রার্থীরাই বিজয়ী হবে। এ জন্য সরকার সেখানেও নানা অপচেষ্টা করবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। সাক্ষাতকালে আইনজীবী নেতাদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা এড. খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নাল আবেদিন, আহমেদ আজম খান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন আলী, বোরহানউদ্দিন, মোস্তফা কামাল, ওমর ফারুকসহ সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার, মেট্রোপলিটন বার ও ট্যাক্সেস বারের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে বৌদ্ধ সম্প্রদায়। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More