ঢাকা: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা আজ বিকাল ৩টায়। জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় বিপুলসংখ্যক মানুষের ঢল নামতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। শুধু রাজধানীর মহানগরই নয়, ঢাকা আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীদের জনসভায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনসভা সফল করতে গতকাল রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
তিনি আরো জানান, কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা। সভায় বক্তব্য রাখবেন দলের শীর্ষ নেতারা।