নির্বাচন স্থগিত হওয়া মাধবদী পৌরসভায় এবং আংশিকভাবে ১৯টি পৌরসভার ৩৮টি কেন্দ্রে ১২ জানুয়ারি নতুন করে ভোট গ্রহণ করা হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
এর মাধ্যমে ৭টি মেয়র, ২৯টি সংরক্ষিত কাউন্সিলর ও ৩৬টি কাউন্সিলর পদের ভাগ্য নির্ধারণ হবে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে মাধবদী পৌরসভা এবং ১৯টি পৌরসভার ৩৮টি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী মাধবদী পৌরসভায় ১২টি কেন্দ্র রয়েছে। এ ছাড়া আংশিকভাবে চৌমুহনীর ১০টি কেন্দ্রে, ঠাকুরগাঁওয়ের তিনটি, সৈয়দপুরের চারটি, উলিপুরের দুটি, যশোরের একটি, কালিয়ার একটি, বরগুনার একটি, বেতাগীর একটি, কুয়াকাটার একটি, জামালপুরের তিনটি, সরিষাবাড়ীর একটি, ভালুকার একটি, নরসিংদীর একটি, নগরকান্দার একটি, কালকিনির দুটি, শরীয়তপুরের একটি, বরুড়ার একটি, মতলবের একটি এবং চন্দনাইশের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।